logo
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৪ ১৮:৪৫
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জীবন দিতেও প্রস্তুত: আইজিপি
নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জীবন দিতেও প্রস্তুত: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় কোনো জঙ্গি বা নাশকতা হামলার গোয়েন্দা তথ্য নেই। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।’

 


বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের মাঠে বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোল রুমের সামনের প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 


আইজিপি বলেন, বিশ্ব ইজতেমায় বাংলাদেশ পুলিশের ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, ট্রাফিক পুলিশ, ডিবি, সিআাইডিসহ পুলিশের সব ইউনিটের পাশাপাশি র‌্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। পোষাকে ও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব তৈরি করতে না পারে সেজন্য সাইবার টহল জোরদার করা হয়েছে।

 

বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোনো কিছু করেন তবে আইনগতভাবে মোকাবিলা করা হবে।

 

ভোরের আকাশ/ সু