logo
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৪ ১৮:৫৮
পরিবেশবান্ধব প্রযুক্তিতে হবে সকল সরকারি স্থাপনা: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব প্রযুক্তিতে হবে সকল সরকারি স্থাপনা: পরিবেশমন্ত্রী

পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মিত হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও কৃষি জমির মূল্যবান মাটির অপচয় বন্ধে সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

 


বুধবার রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

 

এ সময় সাবের হোসেন বলেন, ‘সিটি করর্পোরেশন ও পৌরসভাসহ সরকারের নির্মাণ ও পূর্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরগুলোর নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুসরণ করে কাজ করবে। ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

 


পরিবেশমন্ত্রী বলেন, ‘গোড়ান সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ফলে এলাকাবাসীর অনেক মৌলিক চাহিদা পূরণ হবে। এই কেন্দ্রে তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এছাড়া এই কেন্দ্রটি এলাকার মানুষের জন্য একটি মিলনস্থল হিসেবেও কাজ করবে।’

 

ভোরের আকাশ/ সু