logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:১৯
৫ হাজার কোটি টাকার প্রকল্প
সড়ক নিরাপত্তা প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ সড়কমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

সড়ক নিরাপত্তা প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ সড়কমন্ত্রীর

সড়ক নিরাপত্তার জন্য নেওয়া ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রকল্পের অগ্রগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সেতু ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে স্বাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, রোড এক্সিডেন্ট অ্যান্ড ক্যাজুয়ালটিস যেভাবে বাড়ছে এটা নিয়ন্ত্রণ করতে পারছি না কিছু সমন্বিত পদক্ষেপ ও সচেতনতার অভাবে। এটি ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রজেক্ট। যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ২৩৮ কোটি টাকা। বাকি ৩ হাজার ৭৬০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এটি বাস্তবায়ন করবে সড়ক জনপথ, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএস।

 

প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, অগ্রগতি যেটুকু হয়েছে আমি সন্তুষ্ট নই। এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছি। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর নতুন প্রকল্প গ্রহণ করিনি। কিন্তু এই প্রস্তাব দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে তা গ্রহণ করেছি।

 

ভোরের আকাশ/মি