টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নের শালিকা বাজার এলাকায় রাতের আঁধারে জমি দখল করে জোরপূর্বক ঘর তোলার সময় হামলাকারীদের মারপিটে আহত হয়েছেন ৬ জন।
জানা যায়, শালিকা গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে সিদ্দিক ফকিরের সাথে একই গ্রামের আ. আজিজের ছেলে সাইফুল ইসলামের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে সাইফুল ইসলাম পার্শ্ববর্তী ধলুয়া গ্রামের হাফিজ উদ্দিন, তার ভাই মুক্তার হোসেন, শহিদ ওরফে শহু, মারফত, আহমদ আলীর ছেলে বাবুল, আজিজের ছেলে সাইফুল, শহুর ছেলে আশরাফ, মারফত আলীর ছেলে সবুজ, আজিজের ছেলে সফি আব্দুল হাই, সাইফুলের ছেলে রমজান, মেছের সহ আরও অজ্ঞাত নামা ২০/২৫ জন লোক ভাড়া করে এনে দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিক ফকিরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
এসময় সিদ্দিক হোসেন বাধা দিলে তাকে মারধর করে তারা। শব্দ শুনে এলে একই বাড়ীতে থাকা ইউসুফের ছেলে হিমেল, হালিমের ছেলে ইউসুফ, হারুনের ছেলে রাকিবুল শালিকা বাজার মসজিদের ইমাম ক্বারী আব্দুল জলিল ছোরহাবের স্ত্রী আহত হন। আহতদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা সরকারী হাসপাতালে পাঠায়।
তাদের মধ্যে ইউসুফ, হিমেল, রাহাদুল, সিদ্দিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়।
এ ব্যাপারে মধুপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
ভোরের আকাশ/ সু