logo
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪৩
কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের অর্থদন্ড
পিরোজপুর প্রতিনিধি

কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের অর্থদন্ড

পিরোজপুরের অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের অর্থদন্ড সহ প্রায় ৬ লাখ টাকার জাল আটক করা হয়েছে। রোববার জেলার নাজিরপুরে ও কাউখালীতে মৎস্য অফিস ও ভ্রাম্যমান আদালতের উদ্যোগে ওই জাল আটক ও অর্থদন্ড করা হয়।


জানা গেছে, ওই দিন কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ অর্থদন্ডের আদেশ দেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রোববার সকাল ৯ টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ চিরাপাড়া গ্রামের সজিব, বড় বিড়ালজুরি গ্রামের সাইফুল ইসলাম ও সোনাকুর গ্রামের পারভেজ শেখ নামের তিন জেলকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১ জেলেকে ২ হাজার টাকা ও ২ জেলেকে ৫ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/ সু