জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জামালপুর রেলওয়ের স্টেশনমাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে যাওয়ার সময় স্টেশনের প্রায় ১৫০ গজ পূর্বে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে। এতে ৪ ঘণ্টা পর বিকেল ৩টা ৫০ মিনিটে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভোরের আকাশ/মি