ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও রাস্তাঘাট নির্মাণ কাজের ৩২ কোটি ব্যয়ে ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকাদির চৌধুরী।
এ উপলক্ষ্যে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকাদির চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সেলিম শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাবুবুল বারী চৌধুরী (মন্টু), জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ সু