logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৮
হয়রানি চুরিচামারির কারণ দায়িত্বরতরাই ড. এ কে আবদুল মোমেন
নিজস্ব প্রতিবেদক

হয়রানি চুরিচামারির কারণ দায়িত্বরতরাই
ড. এ কে আবদুল মোমেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুরিচামারি বন্ধে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ইলেকট্রনিক গেট লাগানো হয়েছে। আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে। তার পরও চুরিচামারি ও যাত্রী হয়রানি বন্ধ হচ্ছে না। এর একমাত্র কারণ দায়িত্বরত ব্যক্তিরাই। তাদের গাফিলতিতে সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে।

 

এখন এটা গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল তিনি এসব বলেন। ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিসহ এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তার পরও এগুলো নিয়ন্ত্রণে আসছে না। যাত্রী হয়রানিসহ বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে সেখানে কর্মরত প্রত্যেক কর্মকর্তার সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করতে হবে।

 

প্রতি বছর সেগুলো তদন্ত করতে হবে। কোথাও অসংগতি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলে এসব অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আসতে পারে।

 

ভোরের আকাশ/মি