logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:৫০
জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: চুন্নু
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে: চুন্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি গণতন্ত্রকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার দুপুরে নির্বাচন ভবনে তিনি মন্তব্য করেন।

 

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির ইতিহাস হলো, নির্বাচন বর্জন নয়। কারণ নির্বাচন ছাড়া সংসদীয় রাজনীতিতে ক্ষমতা অদল-বদলের আর কোনো সুযোগ নেই। বাংলাদেশে যদি নির্বাচন না হয় এবং আমার ধারণা, আমরা নির্বাচনে না গেলে, যদি নির্বাচন না হতো বা সম্ভাবনা তাই ছিল; তাহলে এখানে একটা অগণতান্ত্রিক পদ্ধতি কায়েম হওয়ার একটা সুযোগ ছিল। আমি তো মনে করি, আমরা দেশের মানুষের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক কাজটি করেছি।

 

আপনারা ভোটে এসে গণতন্ত্র, সরকারকে বাঁচিয়েছেন নাকি নিজেদের অস্তিত্ব টিকিয়েছেন জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের জাপা মহাসচিব বলেন, আমরা মনে করি, গণতন্ত্রকে বাঁচিয়েছি। আশা করি, এ দেশের জনগণের যে আশা, সংসদে কথা বলে সরকারের ত্রুটিগুলো ধরিয়ে দেয়া, সরকারের দুঃশাসন, দুর্নীতি সম্পর্কে উচ্চ কণ্ঠে কথা বলা; গত সংসদে বলেছি, এই সংসদেও নিশ্চয়ই বলবো। জাতি আমাদের ওপর ভরসা রাখতে পারে।

 

ভোরের আকাশ/মি