আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০০
মিথ্যা তথ্য আদালতে দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
ঘুষ বানিজ্যে সত্যকে মিথ্যা করে দশমিনা থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রোববার বেলা ১২টার সময় উপজেলার গালস্ স্কুল সংলগ্ন নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় ভুক্তভোগী মোছা. হাসনাহেনা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার ঘরে অনধিকার প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ঘরের মালামাল ভাঙচুর এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন সিকদার আব্দুল মালেক। পরে আমার ছোট পুত্র সন্তান ওলিউল্লাহের চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পটুয়াখালী আদালতে আমি বাদী হয়ে আব্দুল মালেককে আসামি করে মামলা দায়ের করি। আদালত দশমিনা থানা পুলিশকে এজাহার নেয়ার নির্দেশ দেন।
পরে থানা পুলিশ মামলার আসামির থেকে মোটা অংকের ঘুষ বানিজ্য করে এবং আমার সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন। আমি থানা পুলিশের বিচারের দাবী জানাই এবং পুনরায় তদন্ত ও ঘটনার সাথে জড়িত সিকদার আব্দুল মালেকের বিচারের দাবী জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী হাসনাহেনা, স্বামী মো. তুহিন ইসলাম, প্রত্যক্ষদর্শী মোছা. রোজিনা বেগম ও মরিয়ম বেগম।
ভোরের আকাশ/ সু