নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া বাজারে সোমবার মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো, বাজারের আশরাফুল মোল্যার মুদির দোকান, রিশান মোল্যার কাঁচামালের দোকান, ওহিদুল ইসলামের চায়ের দোকান, রতন কুমার শীলের সেলুনের দোকান, মিন্টু বিশ্বাসের মুদির দোকান, মুকুল মোল্যার ঔষধের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, সোমবার রাত ২ টার দিকে সিংঙ্গিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।
ক্ষতিগ্রস্থ আশরাফুল মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন, ভয়াবহ অগ্নিকান্ডে আমার দোকানের নগত অর্থ সহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংঙ্গিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক ইবাদুত বলেন, অগ্নিকান্ডে আশরাফুলের ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে রিশান মোল্যার ৫০ হাজার, মিন্টু বিশ্বাসের ২ লাখ, রতন কুমার শীলের ২ লাখ, ওহিদুলের ১ লাখ, মুকুল বিশ্বাসের ২ লাখ ক্ষতি হয়েছে।
ভোরের আকাশ/ সু