logo
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪১
নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
নড়াইল প্রতিনিধি 

নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

'স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যে আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার  দেশব্যাপী ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪’ পালিত হচ্ছে। নড়াইল জেলার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
 
 
সকালে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য এই র‌্যালি ও র‍্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসনের প্রতিনিধিগন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো.নজরুল ইসলাম।  তিনি মূল আলোচক হিসেবে পরিসংখ্যান দিবসটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও পরিসংখ্যানিক তথ্য উপাত্ত তুলে ধরেন।
 
 
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানগন ও প্রতিনিধিবৃন্দ এবং জেলা পরিসংখ্যান অফিস, নড়াইল এর আওতাধীন নড়াইল সদর উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
 
ভোরের আকাশ/ সু