logo
আপডেট : ২ মার্চ, ২০২৪ ১৯:৪৯
বেলকুচিতে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি

বেলকুচিতে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে মাহি খাতুন (৬) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মাহি খাতুন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

 

শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, ২৬ ফেব্রুয়ারী সকালে বাড়ির উঠোনে খেলা করছিল মাহি খাতুন। সকাল ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ না পেয়ে থানায় সাধারন ডায়রী করা হয়। তার সন্ধানে বিভিন্ন স্থানে পোষ্টারও লাগানো হয়েছে। সকালের বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশিরা আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

 

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, শিশুটি ৫ দিন আগে হারিয়ে যায়। তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রী করে। আজ বেলা ১১টার দিকে শিশুটির বাড়ির পাশের কচুরিপানার ডোবার মধ্যে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এই মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 

ভোরের আকাশ/ সু