সাভার মডেল মসজিদের সামনে প্রতিদিন শতাধিক ভ্যানে করে ফেলা হয় পৌরসভার ময়লা আবর্জনা। নামাজ আদায়ের পাশাপাশি, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে দেশের প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দৃষ্টিনন্দন নকশা ও অপূর্ব নির্মাণশৈলীতে সাভারেও নির্মাণ করা হয়েছে মডেল মসজিদ। কিন্তু মসজিদ ঘেঁষেই পৌরসভার ময়লার ভাগাড় থাকায় মলিন হচ্ছে মসজিদের মর্যাদা ও সৌন্দর্য। অস্বস্তিকর ও দুর্গন্ধময় পরিবেশে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে মুসল্লিসহ স্থানীয় জনসাধারণকে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পাশে রাজালাখ ফার্ম এলাকায় কয়েক একর জায়গা নিয়ে দৃষ্টিনন্দন এ (বি) ক্যাটাগরির তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদ ঘেঁষে থাকা উপজেলা ভূমি অফিসের ফাঁকা স্থানটি এখন ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। প্রতিদিন শতাধিক ভ্যান দিয়ে পৌরসভার অপসারিত ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে এই স্থানে।
মহাসড়কের সঙ্গে দৃষ্টিনন্দন এ মসজিদে প্রতিদিন শত শত মুসল্লি নামাজ আদায় করে। কিন্তু নামাজ পড়তে আসা মুসল্লিদের অতিষ্ঠ করে তুলেছে ময়লার দুর্গন্ধ। এ ছাড়া গুরুত্বপূর্ণ এই স্থানে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।
কয়েক বছর ধরে একই স্থানে ময়লা ফেলা হলেও পরিষ্কার করা বা বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন ও পৌরসভা। প্রায় সময় দুর্গন্ধ এত তীব্র হয় যে, মসজিদের ভবনে বসে থাকাও দায় হয়ে যায়। দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধ এড়ানো যায় না। তবে ময়লা ফেলার সঙ্গে প্রভাবশালীরা জড়িত থাকায় কেউই অভিযোগ পর্যন্ত করতে পারছেন না।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দৈনিক ভোরের আকাশ পত্রিকা প্রতিনিধিকে এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, এখানে পৌরসভার নির্দেশে ময়লা ফেলে পুকুর ভরাট করা হয়। গত তিন বছর আগে এখানে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের পর কিছুদিন বন্ধ থাকলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নির্দেশে পুনরায় আবর্জনা ফেলা শুরু হয়েছে। আমাদের কিছু বলার নেই।
মুয়াজ্জিনের দায়িত্বে থাকা ইমাম হাসান বলেন, আবর্জনার কারণে মসজিদের ভেতর অতিরিক্ত সময় বসে থাকা কষ্টকর। এ ছাড়া মশার উৎপাত এত বেশি যে, কয়েল ও স্প্রে দিয়ে কমানো যায় না। খতিব মাওলানা বুলবুলের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালনা পরিষদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পৌর মেয়র আব্দুল গণি জানান, এটি আসলে আমাদের ডাম্পিং স্টেশন নয়। মূলত সাভারের বাজারের আশপাশে ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে রেখে যায়। আমরা প্রতিদিন আমাদের কর্মীদের দিয়ে পরিষ্কার করলেও সন্ধ্যা বেলা আবার ফেলে যায়। আমি নির্দেশনা দিয়েছি ময়লা সরিয়ে নিতে। তারা কাজ শুরু করে দিয়েছে।
সাভার মডেল মসজিদের পরিচালনা কমিটির সভাপতি বলেন, আমরা এর আগেও ময়লা ফেলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু গভীর রাতে আবার ফেলে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি স্থায়ীভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বন্ধ করে দেওয়ার।
ভোরের আকাশ/মি