logo
আপডেট : ৬ মার্চ, ২০২৪ ১৬:১৪
শেরপুরে জাতীয় পাট দিবস পালিত
শেরপুর প্রতিনিধি

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

 


র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রায় ভৌমিক।

 

সদর ইউএনও মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

 

ভোরের আকাশ/ সু