logo
আপডেট : ৭ মার্চ, ২০২৪ ১৬:০২
ভেজাল আচারের কারখানায় জরিমানা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ভেজাল আচারের কারখানায় জরিমানা

কক্সবাজারে ভেজাল আচারের কারখানায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

 

এর আগে বুধবার কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লারপাড়া এলাকায় মেসার্স ফরহাদ ফুড নামের একটি আচার উৎপাদনকারী প্রতিষ্ঠানে র‌্যাব মোবাইল কোর্ট পরিচালনা করে।

 

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিক্রয় সংশ্লিষ্ট চালান, নাম ঠিকানা ও রশিদ দিতে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পকে ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব কারখানায় খাওয়ার অযোগ্য পঁচা বরই, কেমিক্যাল, গুড়, চিনি, রংসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে। অবৈধ এসব কারখানায় তৈরি ভেজাল আচার মিয়ানমারের ভাষায় ছাপানো নকল প্যাকেট ও উৎপাদনের মেয়াদ লেখা ভুয়া টিকিট লাগিয়ে বার্মিজ আচার হিসেবে বিক্রি করে আসছে। এছাড়া লাগানো হয় মিয়ানমারের নকল লেবেলও।

 

এসব আচার খাওয়ার পর ডায়রিয়া, কিডনি ও পাইল্স এর মত নানা ধরনের রোগ হতে পারে। এছাড়া ধীরে ধীরে ক্যান্সার হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানা গেছে।

 

ভোরের আকাশ/ সু