logo
আপডেট : ৯ মার্চ, ২০২৪ ১২:১৯
দু’গ্রুপের নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আহত ২০
ভোলা প্রতিনিধি

দু’গ্রুপের নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আহত ২০

আজ শনিবার দ্বীপজেলা ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কাউয়ার ট্যাক হাই স্কুল সংলগ্ন এলাকায় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা চলছিল। এরই মধ্যে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।

 


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে উক্ত নির্বাচনী এলাকায় চেয়ারম্যান প্রার্থী মো. আমানত উল্লাহ আলমগীর মিয়া (মোটরসাইকেল প্রতীক) এর সর্দার মিজানের নেতৃত্বে রাকিব, সুমন, জিহাদ, ইমন, গিয়াস উদ্দিন, আতিক সহ প্রায় ২৫/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার (আনারস প্রতীক) এর কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন কর্মী সমর্থক আহত হয়। আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 


গুরুতর আহতরা হলেন, মো. ফারুক, সোহাগ, বাদশা, জাফর আলম, নাহিদ, শিপন, রঞ্জু মেম্বার ও পুলিশের এ.এস.আই ফিরোজ ও কনেষ্টবল আতিক সহ ২০ জন কর্মী সমর্থক।

 


মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২জন পুলিশ সহ প্রায় ২০ জন আহত হয়।

 

ভোরের আকাশ/ সু