logo
আপডেট : ১১ মার্চ, ২০২৪ ১০:২০
বোম্বাই লিচুর মুকুলে কৃষকের স্বপ্ন
পাবনা প্রতিনিধি

বোম্বাই লিচুর মুকুলে কৃষকের স্বপ্ন

ঈশ্বরদীতে লিচু গাছে মুকুলের সমারোহ

দেশে উচ্চ ফলনশীল জাতের বোম্বাই লিচু আবাদের অন্যতম প্রসিদ্ধ এলাকা পাবনার ঈশ্বরদী। এবার সেখানে লিচুর গাছে গাছে মুকুলের সমারোহ। সরেজমিন দেখা যায়, লাখ লাখ গাছ মুকুলে পূর্ণ হয়ে আছে। কৃষকদের আশা, এ বছর উৎপাদন তুলনামূলক ভালো হবে। গত বছর বৈরী আবহাওয়ার কারণে অর্ধেক সংখ্যক গাছ থেকে ঝরে গেছে মুকুল। এতে কাঙ্খিত ফলন পাননি কৃষকরা।

 


কৃষি অফিস ও কৃষকরা বলছেন, এ বছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে, গাছে গাছে লিচুর মুকুলও এসেছে। গত বছরের চেয়ে মুকুল এসেছে অনেক বেশি। আবহাওয়া ভালো থাকলে রেকর্ড পরিমাণ লিচু উৎপাদন হবে।

 


ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর উপজেলায় ৩ হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। এ বছর অতিরিক্ত ১০০ হেক্টর জমি লিচু আবাদের আওতায় এসেছে। কৃষি অফিস সূত্র জানায়, এবার লিচুর মুকুলে রোগব্যাধি কম। আগামী মাসে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা আছে। ঈশ্বরদীতে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে বাগানের সংখ্যা প্রায় ১২ হাজার। এসব বাগানে লিচু গাছের সংখ্যা ৫ লাখেরও বেশি। পাবনার ঈশ্বরদীর বোম্বাই লিচু দেশখ্যাত।

 


উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দেশের মোট চাহিদার প্রায় অর্ধেক লিচু ঈশ্বরদীতে উৎপাদন হয়। এটি উপজেলা পর্যায়ে সর্বোচ্চ লিচু উৎপাদন এলাকা হিসেবে পরিচিত।

 


সরেজমিনে ঈশ্বরদীর লিচু আবাদি গ্রাম জয়নগর, মিরকামারি, সাহাপুর, মানিকনগর ও বরইচরায় গিয়ে দেখা যায়, মুকুলে ভরে আছে গাছ। প্রতিটি বাগানের প্রায় সব গাছেই মুকুল এসেছে। কোনো কোনো গাছ মুকুলের ভারে নুয়ে পড়েছে। লিচু গাছের কচি কচি পাতার ফাঁকে মাথা উঁচু করে বের হয়েছে মুকুলের কাঁদি। এ অবস্থায় আবাদিরা ভালো ফলনের আশায় এখন থেকেই গাছের বাড়তি পরিচর্যায় নেমে পড়েছেন।

 


উপজেলার মানিকনগর গ্রামের লিচু চাষি আমিরুল ইসলাম সরদার বলেন, গত বছরের তুলনায় এবার লিচু গাছে মুকুলের পরিমাণ অনেক বেশি।

 


কৃষি কাজে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় পদক পাওয়া কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, গত বছর ঈশ্বরদীতে লিচুর ফলন ভালো হয়নি। এবার মুকুল দেখে মনে হচ্ছে, লোকসান পুষিয়ে নেওয়া যাবে।

 


কৃষি অফিস ও আবাদিদের তথ্যমতে, গত বছর ঈশ্বরদীতে লিচু আবাদে ৫০০ কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এবার সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা রয়েছে।

 


বেশ কয়েকজন কৃষক জানান, গত বছর গরমে লিচু নষ্ট হওয়ায় ফলন ভালো হয়নি। এবার প্রতিটি গাছে লিচুর মুকুলের পরিমাণ দেখে তারা বাম্পার ফলন আশা করছেন।

 


উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, দেশে সবচেয়ে বেশি বোম্বাই জাতের লিচু উৎপাদন হয় ঈশ্বরদীতে। গত বছর প্রচণ্ড গরমে লিচুর আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া বিরূপ না হলে এ বছর লিচুর রেকর্ড উৎপাদন হতে পারে।

 

ভোরের আকাশ/ সু