রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, কুষ্টিয়া থেকে আসা সবুজ শেখ ও বিউটি খাতুনের ডিএনএর সঙ্গেই মিল পাওয়া গেছে তাঁর। ফলে নিশ্চিত হওয়া গেল, অভিশ্রুতি শাস্ত্রীই আসলে বৃষ্টি খাতুন।
সিআইডির উপ-মহাপরিদর্শক এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির মরদেহের দাবিদার তাঁর বাবা-মায়ের সঙ্গে ডিএনএ মিলেছে।
গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় ৪৬ জন নিহত হন। ৪৪ জনের মরদেহ হস্তান্তর হলেও জটিলতা বাঁধে এই নারী সাংবাদিকের পরিচয় নিয়ে। আরও একজনের মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতির সহকর্মীরা দাবি করেন, ওই নারী হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে সবুজ শেখ নামে এক ব্যক্তি দাবি করেন, ওই সাংবাদিক তাঁর মেয়ে। তাঁর নাম বৃষ্টি খাতুন। পরে সবুজ শেখের দাবি ও নিহতের এনআইডির ফিঙ্গারপ্রিন্টের সূত্রে দেখা যায় অভিশ্রুতি নামে পরিচিত ওই নারীর জাতীয় পরিচয়পত্রে নাম আছে বৃষ্টি খাতুন।
পরে ময়নাতদন্ত শেষ করে নারী সাংবাদিকের পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হয় ডিএনএ নমুনা।
ভোরের আকাশ/মি