logo
আপডেট : ১২ মার্চ, ২০২৪ ১৪:২২
রমজান উপলক্ষে উচ্ছেদ অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রমজান উপলক্ষে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে শহরের পুরাতন কোর্ট রোড, জেলা রোড, কুমারশীল মোড়, কে.দাস মোড়, ডা. ফরিদুল হুদা রোড (নিউ সিনেমা হল রোড) সহ বিভিন্ন ফুটপাতের অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে ফুটপাতে থাকা চায়ের দোকান, ফলের দোকান, অস্থায়ী পিঠার দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে মোটরসাইকেল পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করার দায়ে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পৌরসভার গাড়িতে করে এসব মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়।

 

অভিযানের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, পবিত্র রমজান উপলক্ষে শহরবাসীর ভোগান্তি লাঘবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে পার্কিং করার দায়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি