logo
আপডেট : ১২ মার্চ, ২০২৪ ১৮:৫৩
সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম
সরকারি অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী
শিপংকর শীল

সরকারি অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী

সরকারি অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী। রমজান মাসে নতুন সময় ধরে চলছে সরকারি অফিস। একই সঙ্গে ব্যাংক এবং আদালতও চলছে নতুন নিয়মে। চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে।

 


রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ রমজান মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩০ মিনিট কম অফিস করতে হবে।

 


মঙ্গলবার সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। কাউকে কাউকে কিছুটা দেরি করে অফিসে আসতে দেখা গেছে। বেশিরভাগই সময় অনুযায়ী অফিসে এসেছেন। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতো পূর্ণ থাকলেও দুপুর ১২টা পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম ছিল।

 


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ভোরের আকাশকে বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস হওয়ায় আমাদের ৩০ মিনিট কম অফিস করতে হয়। সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব প্রতিদিন পরিবারের সাথে ইফতার করতে।

 


২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 


রমজানে সরকারি অফিসে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

 


বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেনের সময়ও ৩০ মিনিট কমেছে। রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। আগে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

 


রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এতদিন যা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 


রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের আদালতের কার্যক্রম চলছে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। তবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে আপিল বিভাগের অফিসের কার্যক্রম।

 


হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

 

ভোরের আকাশ/ সু