logo
আপডেট : ১৩ মার্চ, ২০২৪ ১৬:২৪
বিজয়নগরে ৩ দোকানে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে ৩ দোকানে জরিমানা

বাজারে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেশি দামে খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ৩ দোকানে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্ত মেসার্স লাকি স্টোরকে ৩ হাজার, মেসার্স শেখ সাদী স্টোরকে ৩ হাজার ও নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সাধারণ খেজুর বিক্রির দায়ে নজির মিয়ার ফল ভান্ডারকে ২ হাজার ও মূল্য তালিকা না থাকায় লাকি স্টোরকে ৩ হাজার ও শেখ সাদী স্টোরকে ৩ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তকও করা হয়।

 

ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ সময় বিজয়নগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

ভোরের আকাশ/ সু