মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১:৩০ মিনিটের দিকে ঢাকা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে সাভারের অদূরে বলিয়ারপুরের বামনী খালের পুনঃখনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।
উক্ত বামনী খালের পুন:খনন ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস ওয়াহিদ সাহেব। এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস. এম. রাসেল ইসলাম নূর সাহেব, সাভার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব আব্দুল করিম সাহেব, সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম সাহেব, যমযম নূর গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জনাব হাফেজ নূর মোহাম্মদ সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে এটি মূলত বামনী খালের একটি প্রশাখা।
খালটি পুনঃ খনন করে পানির প্রবাহ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে খালের দুই পাড় বাধাই করে সৌন্দর্য বর্ধনের কাজও চলমান থাকবে।
ভোরের আকাশ/মি