আপডেট : ৩০ মার্চ, ২০২৪ ১৯:১৫
জুয়ার টাকা নিয়ে সংঘর্ষে বাড়িঘরে আগুন-লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে জড়িয়েছে দু'দল মানুষ। এসময় কয়েক দফা সংঘর্ষ, ডজনখানেক বাড়িতে আগুন, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।
শনিবার (৩০মার্চ) সকালে জেলার সদর উপজেলার বিরাসার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এর জেরে শনিবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ, উভয় পক্ষের অন্তত ১০/১২টি বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জেলা প্রধান নিউটন দাস জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এসব বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভোরের আকাশ/ সু