logo
আপডেট : ৬ এপ্রিল, ২০২৪ ১৫:৪২
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী টুসি’র ঈদ সামগ্রী বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী টুসি’র ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুরের শ্রীপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রোমানা আলি টুসি। গতকাল শনিবার দুপরে উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমত নগর গুচ্ছগ্রামে ঈদ সমগ্রী বিতরণ করা হয়।

 

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

 

তিনি আরও বলেন, ‘এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছেন, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।’

 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি