logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪ ১২:৩৫
যুক্তরাষ্ট্রের বাফেলোতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের বাফেলোতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ভর দুপুরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউ কর্নারে) এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছ পুলিশ।

 

নিহতরা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)। ঘটনার সময় তারা এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে সংস্কার কাজ করছিলেন। বাফেলোতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু জানান, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।

 

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজিআরজেড জানায়, গুলির ঘটনার পর একটি সোয়াট টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এর আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্ট্রিটের ফার্স্ট ব্লকে ৩১ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। তার দেহে একাধিক গুলির ক্ষত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

 


বাফেলো পুলিশের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম পুরো এলাকা ঘেরাও করে রেখেছে। পরপর এমন ঘটনায় কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বসবাসরত অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় কমিউনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু জানান, তারা রোববার দুপুরে ৯৯৫ ফিলমোর অ্যাভিনিউতে জড়ো হয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাবেন।

 

বাফেলোর ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’ এর নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেন, “বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার।

 

ভোরের আকাশ/মি