logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৪ ১৭:৫৪
নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এ আর আজাদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

"স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ " এ প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে লিগ্যাল এইড নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযথভাবে উদযাপন করা হয়েছে ।

 

রবিবার( ২৮ এপ্রিল) সকাল ৯ টায় পায়রা ও বেলুন অবমুক্ত করার মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূইয়া। পরে এক বর্ণ্যাঢ ্র্যালী জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে টাউন হল মোড় হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।্র্যালীতে বিজ্ঞ বিচারকবৃন্দ, নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্টেট, পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচারপ্রার্থী জনগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

র‍্যালী শেষে জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া জেলার ডায়াবেটিস সমিতি, নোয়াখালী সিভিল সার্জন, অফিসের ফ্রী মেডিকেল ক্যাম্প, রক্ত ও গ্রুপ নির্ণয় পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম এর উদ্বোধন করেন।

 

এরপর দিবসটি উপলক্ষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চেয়ারম্যান মোঃ ফজলে এলাহী ভূইয়া সভাপতিত্ব করেন। সভায় অতিথি হিসাবে বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, নোয়াখালী ফাতেমা ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মনজুর কাদের, পুলিশ সুপার, নোয়াখালী আসাদুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্টেট, সিভিল সার্জন, নোয়াখালী এর প্রতিনিধি, জেলা লিগ্যাল এইড অফিসার ইয়াসিন আরাফাত, জেলা আইনজীবী সমিতি এর সভাপতি, সাধারণ সম্পাদক, জিপি ও পিপি, নোয়াখালী এবং বিশিষ্ট আইনজীবী এ বি এম জাকারিয়া, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদ্বয়, সুবিধাপ্রাপ্ত বিচারপ্রার্থীরা বক্তব্য রাখেন।

 

সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইয়া লিগ্যাল এইড এর কার্যক্রম কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড এর ব্যাপক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর বিশেষ জোর দেন। বিশেষ করে মামলা না করে পক্ষদের নিয়ে বিশেষ আপোষ মিমাংশা করা উপর জোর দেন। তিনি আইনজীবীদের নিকট সহযোগিতা কামনা করেন।

 

আলোচনা সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসাবে এডভোকেট শাহজাহান সাজু ও এডভোকেট শুক্লা সাহা কে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

লিগ্যাল এইড দিবসের কর্মসূচির অংশ হিসাবে বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাএদের নিয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

জেলা ও দায়রা মোঃ ফজলে এলাহী ভূইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মন্জুর কাদের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান, আইন বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক বাদশা মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন। প্রায় ৫০জন আইনের শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দল কে বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়।

 

ভোরের আকাশ/মি