logo
আপডেট : ৭ মে, ২০২৪ ১৬:৫৭
গাইবান্ধার ২ উপজেলার ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ২ উপজেলার ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি দুই উপজেলাতে ৮ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (০৭মে) বেলা ১২টা থেকে দুই উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম চরাঞ্চলে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়।

 

নির্বাচনী সরঞ্জামাদীর মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুছনীয় কালি। ৮ মে ভোট গ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন।

 

গাইবান্ধা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব বলেন, প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এ নির্বাচনে ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় সর্বমোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

তিনি আরও বলেন, মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালেট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়। আগামীকাল উপজেলার অন্যান্য ইউনিয়নে ব্যালেট পেপার এবং নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

 

এ নির্বাচনে সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. সামীল আরেফিন টিটু। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন বেগম। এছাড়া ৯ জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সাখাওয়াত হোসেন রুবেল, মিলন কান্তি সরকার,আব্দুল মজিদ, রোস্তম আলী, মোখলেছুর রহমান, শাহজাহান আলী, উজ্জ্বল হোসেন, মমিতুল হক নয়ন ও আমির হোসেন।

 

এদিকে ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুম মনোয়ারা বেগম মেরী, সাবেক সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান সাখিয়া পারভীন, মিনু বেগম ও রাবেয়া খাতুন এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস হুকুম আলী, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, আব্দুল সাত্তার, রাশেল বিন ওয়াহেদ, আমজাদ হোসেন ও ইব্রাহিম আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

উল্লেখ্য, ফুলছড়িতে ৭টি ও সাঘাটা উপজেলায় ১০টি ইউনিয়ন নিয়ে এই দুই উপজেলা গঠিত। এরমধ্যে ফুলছড়িতে ৬০টি ভোট কেন্দ্র ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাঘাটা উপজেলায় ১০৩টি ভোট কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৭১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

ভোরের আকাশ/ সু