logo
আপডেট : ১৩ মে, ২০২৪ ১৬:০৯
সুপ্রীম কোর্টে ভোট গননায় মারামারি
জামিন পেলেন যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ
এডভোকেট রায়হান মোর্শেদ: বিশেষ প্রতিনিধি

জামিন পেলেন যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারি ও এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডভোকেট সোহাগ আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। এদিন তার পক্ষে জামিনের আবেদন শুনানি করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটমো. রেজাউল করিম চৌধুরী জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

জানা যায়, সুপ্রিম কোর্ট বারে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গত ৮ মার্চ ২০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করা হয়। এতে ১ নম্বর আসামি করা হয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। এ ছাড়া ২ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ও ২০ নম্বর আসামি করা হয় এডভোকেট সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগকে। মারামারির ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

 

ভোরের আকাশ/মি