logo
আপডেট : ১৩ মে, ২০২৪ ২০:৪২
আহত ২, আটক ১
সিলেটে তেলিহাওর গ্রুপ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক

সিলেটে তেলিহাওর গ্রুপ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ

সিলেট নগরীতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাসির গ্রুপের ছাত্রলীগ যুবলীগ কর্মীরা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ গ্রুপের কর্মীদের সাথে সংঘর্ষ ঘটায়। এ ঘটনায় ছাত্রলীগের ২ কর্মী আহত হয়। গত শুক্রবার নাসির গ্রুপের এলাকাধীন নগরীর ‘তেলিহাওর পার্কভীউ’মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে তেলিহাওর গ্রুপের যুবলীগ নেতা ইবাদ খান দিনারকে গ্রেফতার করে করে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ। মামলা নং- ৩১০০(২)/৫, ১১-০৫-২৪।

জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের (তেলিহাওর) গ্রুপের ছাত্রলীগ যুবলীগ কর্মীরা পূর্ব শত্রুতার জের ধরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান গ্রুপের কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তেলিহাওর গ্রুপের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইবাদ খানের নেতৃত্বে আকাশ, বাবু সহ আরও প্রায় ২০ জন যুবলীগ ছাত্রলীগ মিলে এমদাদ গ্রুপের কর্মীদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন ও সাগর দাস নামের দুই ছাত্রলীগ কর্মী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দেলোয়ার হোসেন নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা আমির আলীর ছেলে ও সাগর দাস জল্লার পার এলাকার করুনা দাসের ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ এক যুবলীগ কর্মীকে আটক করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

ভোরের আকাশ/ ইস