আগামী ২১ মে মুক্তাগাছা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
তারা হলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ-মোটরসাইকেল প্রতীক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আরব আলী-দোয়াত-কলম, দেবাশীষ ঘোষ বাপ্পী-হেলিকপ্টার, শহিদুল ইসলাম- ঘোড়া এবং রেজাউল করিম রেজা পেয়েছেন- আনারস প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুল হাসান মুকুল-মাইক, জাহিদুল ইসলাম বিটুল-টিউবওয়েল, আবু বকর সিদ্দিক-তালা, জাহিদুল ইসলাম জুয়েল-চশমা, মনিরুজ্জামান আকাশ-টিয়া পাখি ও আব্দুল বাতেন- উড়োজাহাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি-কলসি প্রতীক, সাবেক মহিল ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু-পদ্মফুল, ইসরাত জাহান তনু-ফুটবল, মর্জিনা বেগম-প্রজাপতি এবং লাভলী ইয়াসমিন হাঁস প্রতীক।
প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণার মাঠে সরব হয়ে উঠেছেন। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে পাঁচজন প্রার্থীর মধ্যে সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরব আলী দোয়াত কলম প্রতীকে ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এলাকাবাসী সকলে তার প্রতি সন্তুষ্ট।
ভোটার জব্বার আলী মো. আবুল কালাম ওসরাফত আলী ভোরের আকাশ প্রতিনিধিকে জানান, যখন খুশি উনাকে পাওয়া যায় তাই আসছে ২১ মে উপজেলা নির্বাচনে মো. আলহাজ্ব আরাব আলী ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো।
ভোরের আকাশ/ সু