logo
আপডেট : ২০ মে, ২০২৪ ১৮:৩৮
কসবায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ মে) ভোররাতে উপজেলার শাহপুর এলাকায় এ হামলা হয় বলে কসবা থানার ওসি রাজু আহমেদ নিশ্চিত করেছেন। আহত ব্যক্তির নাম এমদাদুল হক পলাশ, তিনি কসবা উপজেলার নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইঁয়া জীবনের সমর্থক বলে জানা গেছে।

 

কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পলাশ এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আনারস প্রতীকের প্রার্থী অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী ছাইদুর রহমানের সমর্থক এম এ আজিজের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আজিজ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ভোরে বাড়ি যাওয়ার পথে শাহপুর এলাকায় একদল সন্ত্রাসী পলাশের রাস্তা আটকে তাকে কুপিয়ে জখম করে।

 

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলা প্রসঙ্গে আনারস প্রতীকের রাশেদুল ভুইঁয়া কাউসার জীবন বলেন, 'নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং তাদের মারধর করছে।' নির্বাচনে ভয়-ভীতি সৃষ্টি করতে এবং ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকে, এজন্য এসব হামলা চালানো হচ্ছে বলে তার অভিযোগ।

 

আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ভূইঁয়া কাউসার জিবন আরো বলেন, ' চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমানের সমর্থক এম এ আজিজের নেতৃত্বে পলাশের ওপর এ হামলা করা হয়েছে। পলাশ আমার নির্বাচনী এজেন্ট। সে যাতে আমার পক্ষ হয়ে কাজ করতে না পারে, এজন্য তাকে কুপিয়ে জখম করা হয়েছে। আমি এ ঘটনায় বাদী হয়ে মামলা করব।

 

ভোরের আকাশ/মি