logo
আপডেট : ২১ মে, ২০২৪ ১৮:৩৯
গাইবান্ধায় কোলে চরে ভোট দিলেন সালেহা বেওয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় কোলে চরে ভোট দিলেন সালেহা বেওয়া

গাইবান্ধার সদর উপজেলার কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অন্যের কোলে চরে ভোট দিলেন ৮৭ বৎসের বৃদ্ধা সালেহা বেওয়া।

 

সরেজমিনে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে দেখা মেলে ৮৭ বৎসর বয়সের এই বৃদ্ধার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি বেজায় খুশি। এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি বলেন, জীবনে আর কখনো ভোট দিবার পামো কি না যানম না তাই আজ ভোট দিবার আসছোম। এই ভোট মনে হয় মোর জীবনের শেষ ভোট।

 

তার সঙ্গে কথা হলে তিনি জানান, তার জন্ম ১৯৩৭ সালে, তার বাবার নাম কছিম উদ্দিন ও মায়ের নাম সরুকজান এবং তার বাড়ি কেন্দ্রের পাশেই কোমরপুর।

 

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ, এই তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায়। চলবে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

 

গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

ভোরের আকাশ/ সু