logo
আপডেট : ২১ মে, ২০২৪ ১৮:৫৮
ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে: অর্থ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর - সংস্থার ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে।

 

তিনি বলেন, ১৫ বছর আগেও দপ্তর সংস্থা ইনোভেশন চিন্তাও করতে পারতো না। আজ এতোগুলো ইনোভেশন সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে। আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি উদ্যোগই চমৎকার। এখন আমাদের লক্ষ স্থির করে এগিয়ে যেতে হবে।যারা আমাদের গ্রাহক, তাদের সেবা প্রদান আমাদের উদ্ভাবনের লক্ষ্য।

 

তিনি বলেন, জাতির পিতা সমবায় সমিতি চালু করেছিলেন কৃষকের উন্নয়নের লক্ষ্যে। কৃষি ও কৃষকের উন্নয়নে জাতির পিতার উদ্ভাবনী উদ্যোগ ছিল সময়ে চেয়ে এগিয়ে। ২০০৮ সালের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্বে রোল মডেল।

 

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আজ সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর - সংস্থার অংশগ্রহণে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে এ বিভাগের ২৫ টি দপ্তর -সংস্থার প্রধানগণ। স্বাগত বক্তব্য দেন চিফ ইনোভেশন অফিসার অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বলেন, জনগণের সেবার জন্য পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে উদ্ভাবনী কাজ করতে হবে।

 

আলোচনা পর্বশেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সকল প্রতিষ্ঠানের ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেন।

 

দপ্তর/সংস্থার নাম ইনোভেশন সমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক e-Performance Management System, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রদর্শিত সেবার নাম Customer Complaint Address Module, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বীমা তথ্য অ্যাপ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি e-Payment System, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন Digital Training Platform, স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টেলিমেডিসিন এর মাধ্যমে উপকারভোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড পৌর এলাকার অবকাঠামো উন্নয়নে অর্থায়ন।

 

আরো রয়েছে, সোনালী ব্যাংক পিএলসি Sonali e-Wallet, জনতা ব্যাংক পিএলসি e-Account Opening, অগ্রণী ব্যাংক পিএলসি Online Staff Pension Management System, রূপালী ব্যাংক পিএলসি Loan Originating System,বেসিক ব্যাংক লিমিটেড “Magpie”এবং ই-কেওয়াইসি সফটওয়্যার “BASIC i-Account”, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক Online Fund Transfer System। বাংলাদেশ কৃষি ব্যাংক Remittance Quick Payment System, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ‘রাকাব লেন্স’আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক Online Share Management। আরো ইনোভেশন হলো কর্মসংস্থান ব্যাংক KB Smart Loan System, প্রবাসী কল্যাণ ব্যাংক PKB Smart PAY, পল্লী সঞ্চয় ব্যাংক Voice User Interface (VUI) বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন Smart Home Loan (sHL), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ গ্রাহকদের অনলাইনে আয়কর সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান, সাধারণ বীমা কর্পোরেশন অগ্নি বীমা দাবি নিষ্পত্তি সহজীকরণ, জীবন বীমা কর্পোরেশন, তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা, বাংলাদেশ ইনস্টিটিউট ক্যাপিট্যাল মার্কেট অব অনলাইন আর্টিকেল সাবমিশন অ্যান্ড পাবলিকেশন সিস্টেম এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমী Learning Management System।

 

ভোরের আকাশ/ সু