২৪ মে ১৯৭২। যুদ্ধ-বিধ্বস্ত কঙ্কালপ্রায় সদ্য-স্বাধীন বাংলাদেশ। সেই কঠিন সময়ে কবি নজরুলকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনেন বঙ্গবন্ধু। এই দিনকে যথাযথ মর্যাদা প্রদান ও তাৎপর্য বিশ্লেষণে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মওলানা আকরাম খা মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন যৌথভাবে করেছে অগ্নিবীণা ও স্ব-পথ। দেশের ও বিদেশের খ্যাতিমান নজরুল গবেষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাণবন্ত আলোচনা করেছেন ।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন, অগ্নিবীনার চেয়ারম্যান সাংবাদিক এইচ এম সিরাজ। তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৩০ বছর আগে নির্বাক হয়ে যাওয়া কবিকে কেন বাংলাদেশে এনে বঙ্গবন্ধু কেন জাতীয় কবির সম্মান দিলেন তা অবশ্যই আমাদেও চিন্তা করা উচিত ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিনিয়র সচিব কবি আব্দুস সামাদ ফারুক বলেন, নজরুল সকল মানুষের প্রতিনিধিত্ব করেছেন। সব মানুষের মাঝে নজরুলের রচনা ছড়িয়ে দেয়া হয়নি এখনও।
তিনি বলেন, নজরুলের মত অসামপ্রদায়িক কোন কবি কেবল বাংলা ভাষায় নয় বিশ্বের কোন ভাষায় জন্ম নেয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরূল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক াতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, বারতের মুর্শিদাবাদ থেকে আসা বিশিষ্ট সাংবাদিক ও প্রখ্যাত নজরুল গবেষক জয়নুল আবেদীন, বাশরী নামক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামান ও অন্যান্য আগত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল চেতনার জয় হোক; নজরুল বিশ্বময় হোক। আসুন, সবাই মিলে "জাতীয় কবির বাংলাদেশে আগমণ দিবস" উদযাপন করি, নজরুল চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
ভোরের আকাশ/ সু