আপডেট : ২৬ মে, ২০২৪ ১১:১২
কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস। রোববার (২৬ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
তিনি জানান, কক্সবাজার সমুদ্র উপকূলে ৯ নম্বর মহাবিপদ সংকেত চলছে। বর্তমান ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্রসৈকতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তবে সমুদ্র সৈকতসহ আশপাশের আবহাওয়া রৌদ্রজ্জ্বল। আকাশে হালকা মেঘ দেখা গেলেও নেই কোন বৃষ্টি বা ঝড়োহাওয়া।
জানা গেছে, সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে , ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় কক্সবাজারে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ভোরের আকাশ/ সু