logo
আপডেট : ৩ জুন, ২০২৪ ১৬:৪৩
ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়লো ২০ বিঘা জমির ধান
সিরাজগঞ্জ প্রতিনিধি

ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়লো ২০ বিঘা জমির ধান

ক্যাপশন: পুড়ে নষ্ট হয়ে যাওয়া কৃষকের ধান ক্ষেত

ইটভাটা থেকে ছেড়ে দেওয়া বিষাক্ত গ্যাসে প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমির আধা পাকা ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় অভিযোগ করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মোড়দিয়া গ্রামের কৃষকেরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা ক্ষতিপূরণ দাবি করে উপজেলা কৃষি অফিস বরাবর অভিযোগ দাখিল করলেও, কোনো সুফল পাচ্ছে না।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়গঞ্জ উপজেলার মোড়দিয়া গ্রামে সুপার ব্রিকস এর উত্তর পাশের জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসলি জমির মাঠে গেলে দূর থেকে মনে হবে ধানগুলো পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। অথচ জমির কাছে গেলে দেখা যাবে পাতাসহ ধানগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে।

 

কৃষক ও স্থানীয় এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, ২৯ মে সন্ধ্যায় সুপার ব্রিকস এর ইট পোড়ানোর কাজে সংশ্লিষ্ট ব্যাক্তিরা ইট ভাটার ইট পোড়ানো চেম্বারে জমে থাকা বিষাক্ত গ্যাস চেম্বার থেকে ছেড়ে দেন। গ্যাস ছাড়ার সাথে সাথে এই এলাকায় বাতাস উত্তপ্ত হয়ে যায়।

 

ইট ভাটার বিষাক্ত বাতাস যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই দিকের ফসলি জমির আধাপাকা ধান পুড়ে গেছে। সাথে সাথে আশেপাশের বিভিন্ন গাছের সবুজ পাতা ঝড়ে গেছে। কৃষকদের অভিযোগ সুপার ব্রিকস নামক ইটভাটা থেকে ছেড়ে দেওয়া ধোঁয়া ও নির্গত গ্যাসেই ধান পুড়ে নষ্ট হয়েছে।

 

অভিযোগকারী অজিত ও জীবনসহ স্থানীয় কৃষকেরা জানান, তাদের প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক জীবন ভোরের আকাশকে বলেন, ধার দেনা করে তিন বিঘা জমিতে ধান আবাদ করছিলাম, ইট ভাটার বিষাক্ত গ্যাসে সব ধান পুড়ে শেষ হয়ে গেছে।

 

কৃষক অজিত ভোরের আকাশকে বলেন, আমি আড়াই বিঘা বর্গাসহ সাড়ে তিন বিঘা জমিতে ধান আবাদ করেছি। বর্তমানে ক্ষেতের ধান কাটার উপযোগী হত কিন্ত ইট ভাটার গ্যাসে সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। কৃষক উৎপল কুমার ভোরের আকাশকে বলেন, ধানতো পুড়েছেই, সাথে অন্যান্য গাছের কাঁচা পাতাও ঝরে পড়েছে। এভাবে মোড়দিয়া গ্রামের কৃষকের সোনালী ধান গোলায় তোলার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে ইট ভাট থেকে নির্গত বিসাক্ত গ্যাসে।

 

সুপার ব্রিকস এর মালিক পক্ষের লোকজনের সাথে কথা বললে তারা বলেন, ইটভাটার ধোয়া ও নির্গত বিষাক্ত গ্যাসের কারনে জমির ধান পুড়ে যাওয়া ও নষ্ট হওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে অস্বীকার করেন। তবে তদন্তে বিষয়টি প্রমানিত হলে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস প্রদান করেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ ভোরের আকাশকে বলেন, ইটের ভাটার গ্যাসে ধান পুড়ে যাওয়ার বিষয়ে গ্রামবাসীর দেয়া একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখেছি। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ইটভাটা নির্গত ধোয়া ও গ্যাসের কারনেই ক্ষেতের ধান নষ্ট হয়েছে।

 

উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ভোরের আকাশকে বলেন, বিভিন্ন দুর্যোগের কারণে এমনিতেই তারা অসহায়। তারপর কৃষকের শেষ সম্বল ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা আরো ক্ষতির মধ্যে পড়ল। আমি আশা করি ইটভাটার মালিকরা বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতিপূরণ ব্যবস্থা করবেন।

 

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান দৈনিক ভোরের আকাশকে জানান , অভিযোগ পেয়েছি। এ বিষয়টি উপজেলা কৃষি অফিসারকে তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে। যদি ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ধানের ক্ষতির বিষয়টি প্রমানিত হয় তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে ইটভাটার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভোরের আকাশ/মি