উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা- বামনা উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হলে ডৌয়াতলা ইউনিয়নের খুডাখালি এলাকার মৃত ওয়ারেচ আলীর স্ত্রী জরিনা বেগম (১০২) তার পছন্দের প্রার্থীদের ভোট দেন। এক সহযোগীর সাহায্য নিয়ে লাঠি ভর করে ভোট কেন্দ্রের কক্ষে প্রবেশ করেন।
আজ রোববার ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ৩য় ধাপে বরগুনার পাথরঘাটা ও বামনা দুটি উপজেলার মধ্যে কাকচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বৃদ্ধা জরিনা বেগম।
ভোট দেওয়ার পর জরিনা বেগম ক্ষীণ স্বরে বলেন, ‘মোর জীবনে অনেক বার ভোট দিছি। এবারেও ১০২ বছর বয়সে টিপ সইয়ের মাধ্যমে ভোট দিছি। এরপর আল্লাহু মোরে বাঁচিয়ে রাখবে কি না তা তো মোর আর জানা নাই। এমন হতে পারে এটাও মোর জীবনের শেষ ভোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোর হায়াত দিয়ে তাকে আল্লাহু হাজার বছাইয়া রাখার তৌফিক দান করুক। মোগো ভোটের অধিকার স্বাধীন ভাবে ফিরিয়ে দিয়েছে হাসিনা।’
ভোরের আকাশ/ সু