logo
আপডেট : ৯ জুন, ২০২৪ ১৬:৪৪
জেলা প্রশাসনে ক্যাব ও ভোক্তা অধিকারের আলোচনা সভা
মাসউদ রানা, দিনাজপুর প্রতিনিধি

জেলা প্রশাসনে ক্যাব ও ভোক্তা অধিকারের আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসনে জেলা ক্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ক্রেতা- ভোক্তা ও বাজার পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ "জনসেবায় জনপ্রশাসন" এই কনসেপ্টের ওপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ বিষয়ে আমাদের মৌলিক চাহিদার অন্যতম খাদ্য নিরাপত্তার কথা ভাবতে হবে।

 

তিনি ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারদের ভোগ্যপণ্য ও নিত্যপণ্যের বিষয়ে বাজার মনিটরিং এর নির্দেশ দেন। ঈদে পরিবহন ভাড়া সহনীয় পর্যায়ে রাখারও নির্দেশ দেন ।

 

রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষ কাঞ্চন-১ এ দিনাজপুর কনজুমাস এসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি শাহ-ই-মবিন জিন্না’র সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন -অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সিফাত -ই রাব্বান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, জেলা ক্যাবের নির্বাহী সদস্য প্রাক্তন যুগ্ম সচিব বীরমুক্তিযোদ্ধা এমএ কাফি সরকার, ক্যাবের নির্বাহী সদস্য মো. সাইদুর রহমান, দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য মাসউদ রানা প্রমুখ।

 

এ সময় সকল উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি