logo
আপডেট : ১০ জুন, ২০২৪ ১১:১৩
কাঠালিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
ঝালকাঠি প্রতিনিধি 

কাঠালিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৯ জুন) রাতে ঝালকাঠির রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রুহুল আমিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
 
উপজেলা চেয়ারম্যান পদে মো. এমাদুল হক মনির দোয়াত কলম প্রতীক নিয়ে ২০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী মো. শহীদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৮৭ ভোট এবং মো. তরুন সিকদার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৩৯ ভোট।
 
উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী বই প্রতীক দিয়ে ৯ হাজার ৭০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুজ্জামান গোলদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ২৯০ ভোট। এছাড়া অপর চার প্রার্থী গৌতম চন্দ্র মন্ডল টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮৫২ ভোট, মো. রেজাউল করিম উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৩৭ ভোট, সৈয়দ মাইনুল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩২১ ভোট এবং মু. তরিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৯০ ভোট।
 
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি প্রতীক নিয়ে ১৯ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা. শাহানাজ বেগম পদ্ম ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৩৩ ভোট। এছাড়া অপর তিন প্রার্থী শেফালী বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫২০ ভোট, নাজমীন আক্তার তুলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭৫ ভোট এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৭৮ ভোট।
 
 
ভোরের আকাশ/ সু