logo
আপডেট : ১২ জুন, ২০২৪ ১৬:০৪
উদ্যোক্তাদের ইকোসিস্টেম তৈরীতে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডারস মেম্বারদের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক

উদ্যোক্তাদের ইকোসিস্টেম তৈরীতে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডারস মেম্বারদের যাত্রা শুরু

গত ৮ই মে ২০২৪ সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেল এ এক অনাড়ম্বর পরিবেশনের মাধ্যমে অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ তাদের প্রথম ৬৬ জন ফাউন্ডার্স মেম্বারদের বরণ করে নেয়। ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান এবং গভর্নিং বডির চেয়ার কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজনটি তত্ত্বাবধায়ন করেন মডেল ও উদ্যোক্তা , পেন্টাগন গ্রূপের সিইও এবং অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের সিনিয়র ভাই প্রেসিডেন্ট অন্তু করিম ও ইভেন্ট সিটি গ্রূপের সিইও ও ফাউন্ডার মেম্বার মোঃ হাসান একরাম আহমেদ। প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং উদ্যোক্তাদের প্রতি সন্মান জানিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল সূচনা হয়।

প্রথমেই ২০১৭ সালে ক্লাব শুরুর সময় যারা সাথে ছিলেন তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান যাদের মধ্যে অন্যতম ছিলেন মাইন্ডশেপার এর সিইও মোঃ শাহিনুর ইসলাম মিথুন এবং ইন্টেরিয়র ষ্টুডিও এর সিইও মারুফ লিয়াকত চাকলাদার।
ফাউন্ডার প্রেসিডেন্ট এবং নেক্সক্রাফট ফ্যামিলির সিইও মোহাম্মদ শাহরিয়ার খান বলেন , শুধুমাত্র বিনোদনমূলক কর্মীসূচির বাইরে যেয়ে একটি ক্লাব কিভাবে উদ্যোক্তাদের অন্যতম নেটওয়ার্ক প্লাটফর্ম হতে পারে , অনট্রাপ্রেনিওরস ক্লাব তার উজ্জ্বল উদাহরণ। ট্রেনিং , মেন্টরিং, সামাজিক কাজ , উদ্যোক্তা ফান্ড , ইকুটি ইনভেস্টমেন্ট , গাইডলাইন, এক্সপোর্ট ইম্পোর্ট সহ অনেক ক্ষেত্রেই অনট্রাপ্রেনিওরস ক্লাব উদ্যোক্তা ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।

গভর্নিং কমিটির চেয়ার এবং মেডিস্টোর এর সিইও কামরুল হাসান বলেন , আমরা কয়েকজন মিলে ২০১৮ সালে হাটি হাটি পা পা করে যে উদ্যোগ নিয়েছিলাম, সেই পরিবার এখন ৬০০ জন উদ্যোক্তা পরিবার। আর সেই উদ্যোগকেই এগিয়ে নিতে পাশে পেয়েছি আরো ৬৬ জন ফাউন্ডার মেম্বার। ইসি কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর শাহ আলম চৌধুরী বলেন, একটি সুস্থ ও অর্থনৈতিক সমৃদ্ধ দেশ গড়তে উদ্যোক্তা ইকোসিস্টেম এর বিকল্প নেই আর অনট্রাপ্রেনিওরস ক্লাব সেই লক্ষ্যেই কাজ করে যাবে। ইসি কমিটির সাধারণ সম্পাদক ও ফাউন্ডার মেম্বার এবং ই-কুরিয়ার এর সিইও বিপ্লব ঘোষ রাহুল বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি অনট্রাপ্রেনিওরস ক্লাব একটি বেসরকারি উদ্যোগ হিসাবে গত ৪ বছরে উদ্যোক্তাদের জন্য প্রায় ৩০০ টি কার্যক্রম করেছে যার মধ্যে নিজস্ব নেটওয়ার্কিং, রেফারেল বিজনেস, মেলা , ট্রেনিং , ব্র্যান্ডিং ও ইন্ডাস্ট্রি বেইসড স্কিল ট্রেনিং অন্যতম। আগামী বছরে আমরা আরো নতুন করে নতুন ভাবে আরো বড় পরিসরে উদ্যোক্তাদের জন্য কাজ করার পরিকল্পনা করছি। অনুষ্ঠানে সকল ফাউন্ডার মেম্বারগণ একে একে তাদের নিজেদের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরেন এবং ই-ক্লাবের সাথে আরো বেশি করে নিজেকে সম্পৃক্ত থাকার আশা ব্যক্ত করেন। অনট্রাপ্রেনিওরস ক্লাব ফাউন্ডার্স নাইট ১.০ এর প্রোগ্রাম চেয়ার অন্তু করিম বলেন , আমাদের আজকের এই আয়োজন শুধুমাত্র আমাদের ফাউন্ডার্স মেম্বারদের জন্য , যারা অনট্রাপ্রেনিওরস ক্লাব এর এই কার্যক্রমকে আরো গতিশীল করতে আর্থিক এবং সামাজিকভাবে আমাদের পাশে থাকবেন। ফাউন্ডার্স নাইট ১.০ এর প্রোগ্রাম কো-চেয়ার মোঃ হাসান একরাম আহমেদ বলেন, আমরা যাতে একজন আরেক জনের ব্যবসায়িক প্রয়োজনে একজন আরেকজনকে সহায়তা করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য আর এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।

ফাউন্ডার্স মেম্বাদের মধ্যে আরো বক্তব্য রাখেন অপসন ওয়ান এর সিইও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ,ভাইয়া হাউজিং এর চিফ মার্কেটিং অফিসার চৌধুরী মাহমুদ আলী, ডিজাইনার টু ইন্টোরিওর এর ম্যানেজিং ডিরেক্টর সুমাইয়া হক, রেড ইন্টোরিওর এর ফাউন্ডার মোহাম্মদ কামরুজ্জামান, নুর ব্রাদার্স মানি চার্জ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সারোগী ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর মোহাম্মদ সাদিকুর রহমান সরকার, সেবা এক্সওয়াইজেড এর প্রেসিডেন্ট মোহাম্মদ তাওহিদা সুলতানা রুনা,আনভি ট্রেডার্স এর ওনার মি: আলমগীর হোসেন, গ্রীন ডেলটা ইন্সুইরেন্স এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মিস নাজমা আক্তার, সুপ্রিম কোর্ট এর এডভোকেট মি: আরেফিন আশরাফ খান, সিকিউরিটি ৩৬০ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: মোহাম্মদ আব্দুল মতিন এফসিএমএ, তাবাসসুম ড্রেসারের ওনার এবং ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট এর এস আর ম্যানেজার মিস তাবাসসুম ইমাম, মিউটুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এফএভিপি এন্ড ম্যানেজার মি: গোলাম সরোয়ার,বিবিএস ক্যাবলস এর ম্যানেজিং ডিরেক্টর এবং ইন্দিগো মার্বেল এন্ড গ্রানাইট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট এবং প্রস্কিল একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মি: শেখ আমিনুর রহমান, ক্রিয়েটিভ ফটোগ্রাফির সিইও মি: আবু সুফিয়ান নিলভ, মিতা ফেব্রিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মি: ফখরুল ইসলাম রনি, জিআরএম কনসাল্টিং সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মি: আব্দুল হামিদ, একে প্যাকেজিং এর ডিরেক্টর মি: কবীর হোসেন, ডিএসএস অরগানাইজেশান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: ফরহাদুল আমিন, ল সেবা এর হেড অফ চেম্বার এডভোকেট শাকিল আহমেদ, অরাল ডেন্টাল সার্জন, ইসলাম ডেন্টাল কেয়ার এবং এলিট ইম্পেরিয়াল এর সিইও এন্ড চেয়ারম্যান ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম ভুঁইয়া, ইস্পারার গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: আব্দুলাহ সাফি, হেয়ারিং এন্ড স্পিচ সলুশন এর ডিরেক্টর মি: মোহাম্মদ আরিফুল ইসলাম, অক্টোগ্রাম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: মোহাম্মদ শাহরিয়ার ফাহিম,সালমা বুটিক্স এর সিইও মি: তানজিলা বেগম, চারুতা প্লাস গ্রুপ এর সিইও মি:মোহাম্মদ আলি ভুঁইয়া, টপারস বিজনেস লিমিটেডের চেয়ারম্যান মি: মাহফুজুল হক আকন্দ, পাবলিক স্পিকিং অফিসিয়াল এর সিইও মি: মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান, এসএস গ্রুপ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মি: আমান উল্লাহ, রুপান্তর ইন্টোরিওর এর সিইও মোহাম্মদ খাইরুল ইসলাম মুয়াজ, ক্রাফটিমিশন এর ফাউন্ডার মেম্বার এন্ড সিইও মিস ফারজানা ইসলাম মৌরি, আইএমবিডি এজেন্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামিম আহমেদ,কোপ্রপারটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ তাসদিক হাবিব, দি টেম্পল লিমিটেডের সিইও মিস মোহসিনা খানম এফসিএমএ, স্কিল সিটস বিডি এর লিড কনসালটেন্ট এন্ড ট্রেইনার মোহাম্মদ সালা উদ্দিন, এআরবি গ্রোবাল ট্রাভেলস এন্ড টুর এর ফাউন্ডার এন্ড সিইও মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া, খোলাবাজার ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: জিএম ফারুক হোসেন, এর আর ল্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ডিরেক্টর মি: আকাশ রাইসুল ইসলাম আকাশ, লোট্টো এর হেড অফ কিউএ এন্ড মিম মোহাম্মদ এমদাদুল করিম, ই-ক্যাব এর ডিরেক্টর এবং ডিজিটাল হাব সলুশন লিমিটেডের সিইও মোহাম্মদ সাইদুর রহমান, নিউ লামিয়া প্রিন্ট এন্ড ফ্লক এর সিইও লামিয়া আবেদিন সালসাবিল, বিয়ে ব্রাইট লিমিটেডের ফাউন্ডার, এসআর ল্যান্ড কনসালটেন্সি লিমিটেডের এর সিইও হনুফা আক্তার, দিওতিমা এর সিইও জীবন নাহার কথা, ইউনিক কনসরটিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ রানা, রবিনটেক্স গ্রুপ এর ভাইস প্রেসিডেন্ট মি: শামসুল হক, ইউনাইটেড সফটওয়্যার সলুশন এর সিইও মোহাম্মদ তাজাম্মুল হক, টিএফ এন্টারপ্রাইজ এর সিইও মি: ফেরদৌস আলম, ইনজিনিয়াস গ্রুপ এর সিইও মোহাম্মদ হাসান একরাম আহমেদ, অরূতাস ইন্টোরিওর এর পার্টনার মিস ফারজানা কবির তাসনিম, অরূতাস ইন্টোরিওর এর ম্যানেজিং ডিরেক্টর অরূপা দত্ত, ঢং এর সিইও মি: সৈয়দ মোজহার উজ জামান, লাকিস কালেকশন ও হই হুলর ইভেন্ট এর সিইও রাবেয়া খাতুন লাকী, ফারভেস্ট এর সিইও মি: আব্দুর রহমান নিপু, সমতা স্কুল এর ফাউন্ডার ফাহমিদা আহম্মেদ বিউটি, ব্রাইট রিভার বাংলাদেশ লিমিটেডের সিইও মোহাম্মদ রেজাউল ইসলাম, আগ্রোময়াইন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: খাইরুল আলম লিমন, ইনফ্রাইস্টাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, এইসি- ডিসিসিআই এর হেড অফ এইসআর তাসলিমা আক্তার জলি, চয়নিকা লাইফস্টাইল এর সিইও চয়ন সাহা, ইকুরিয়ার লিমিটেডের ফাউন্ডার এন্ড সিইও বিল্পব ঘোষ রাহুল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ভাইস চেয়ারম্যান ড: এস কাদের পাটয়ারী, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: অন্ত করিম, ইউনিক ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি: শেখ আবুল হাসেম।

উল্লেখ্য যে ২০১৮ সাল থেকে বাংলাদেশের উদ্যোক্তা কমিউনিটিতে অন্যতমভাবে জনপ্রিয় ও প্রফেশনাল নেটওয়ার্কিং এ একটি বিশেষ জায়গা করে নিয়েছে বাংলাদেশের একমাত্র উদ্যোক্তা ক্লাব অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ।