logo
আপডেট : ১৪ জুন, ২০২৪ ১৭:৫১
নাসিরনগরে বই পড়ুয়াদের পুরস্কার প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে বই পড়ুয়াদের পুরস্কার প্রদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুল হক ভূঁইয়া বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান করেন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এপ্রিল-মে মাসের ধারাবাহিকতায় জুন মাসে পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক দিন উপস্থিত থেকে যারা সর্বোচ্চ বই পড়েছেন তাদের মাঝে এক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুল হক ভূঁইয়া।

সাংবাদিক মনিরুল হোসাইন এর সঞ্চালনায় শিক্ষার্থীসহ সকলের মাঝে বই পাঠের আগ্রহ তৈরি, বই তথা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির লক্ষে বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম ভূঁইয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, কলেজ শিক্ষক, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান পরিমল দাস, বই পড়ুয়া ছেলে-মেয়েসহ এলাকার সুধীজন।

এলাকার সচেতন মহল মনে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি মাসে উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়াদের মাঝে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করায় পাবলিক লাইব্রেরিটির সৌন্দর্য ফিরে এসেছে এবং দিন দিন নতুন বই পড়ুয়া পাঠকদের আগ্রহ তৈরি হচ্ছে।

 

ভোরের আকাশ/ সু