মাগুরায় ঈদ আনন্দকে আর একটু বাড়িয়ে দিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করে নড়িহাটি গ্রামবাসী। বিস্তৃর্ণ ফসলের মাঠ জুড়ে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। গত চার বছরে ঈদুল আযহার দ্বিতীয় দিনে নড়িহাটি গ্রামবাসী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
মঙ্গলবার বিকেলে ৮টি ঘোড়ার অংশগ্রহণে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ মেলায় নানা রকম খেলনা এবং প্রসাধনী সামগ্রীর স্টল বসে। ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ও মেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ।
মেলা কতৃপক্ষ বলেন, দীর্ঘ ত্রিশ বছর ধরে এই গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। মাঝে হঠাৎ গ্রামে নানা সমস্যা থাকার কারণে সেটি বন্ধ হয়ে গেলও গত চার বছর ধরে গ্রামবাসীর উদ্যোগে আবার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঈদের দ্বিতীয় দিন ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ভোরের আকাশ/ সু