logo
আপডেট : ২০ জুন, ২০২৪ ২০:০৪
পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

 

এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার বোর্ড বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত রুবেলকে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান রুবেল।

 

এব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, নারী ঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/মি