ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
রোববার ইবি শিক্ষক সমিতির দিনব্যাপী পালিত কর্মবিরতিতে আজ পহেলা জুলাই থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এছাড়াও রাতে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬ দফাসহ সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়টা নিশ্চিত করেন।
এসময় পহেলা জুলাই থেকে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ফেডারেশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো। এখানে ক্লাস-পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা ফেডারেশনের বাইরের কেউ না। ফেডারেশনের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। ফেডারেশনের সাথে আমাদের সকল শিক্ষক একাত্মতা প্রকাশ করছে এবং কালকে থেকে সর্বাত্মক কর্মসূচি পালিত হবে।
ভোরের আকাশ/ সু