আপডেট : ৩ জুলাই, ২০২৪ ১৫:১২
৫৩ জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মাসউদ রানা, দিনাজপুর
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রংপুর বিভাগের ১৮টি উপজেলা পরিষদের ৫৩ জন নির্বাচিত চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন।
এ সময় রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব)আবু জাফরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতিপ্রাপ্ত )মো. আব্দুল বাতেন বিপিএম (বার) পিপিএম, রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান প্রমুখ।
প্রসঙ্গত, ২৯ জুন তৃতীয় পর্যায় এবং ৫ জুন চতুর্থ পর্যায় রংপুর বিভাগের দিনাজপুর জেলার- ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ, চিরিরবন্দর, খানসামা, দিনাজপুর সদর উপজেলা। ঠাকুরগাঁ জেলার- পীরগঞ্জ উপজেলা, নীলফামারী সদর উপজেলা, লালমনিরহাট সদর উপজেলা, রংপুর জেলার-রংপুর সদর, গংগাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলা। কুড়িগ্রাম জেলার-ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা। গাইবান্ধা জেলার-সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ সহ ১৮ টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা চেয়ারম্যান পদে ১৮জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮জন সর্বমোট ৫৪জন নির্বাচিত হন। এদের মধ্যে ৫৩জন শপথ গ্রহণ করেন। তার মধ্যে নির্বাচন ট্রাইবুনাল ও রংপুর যুগ্ম জেলা জজ ১ম আদালত রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণে ২২ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন।
ভোরের আকাশ/ সু