logo
আপডেট : ৫ জুলাই, ২০২৪ ১১:০০
চতুর্থবারের মতো যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপের জয়
অনলাইন ডেস্ক

চতুর্থবারের মতো যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপের জয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবারও বড় জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এ নিয়ে টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হলেন তিনি।

এ নির্বাচনে টিউলিপের নিকটতম প্রতিদ্বন্দ্বী তার থেকে ১৫ হাজার ভোট কম পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ২৩ হাজার ৪৩২টি ভোট পেয়েছেন টিউলিপ। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২টি ভোট।

২০১৫ সাল থেকেই, লেবার পার্টির এমপি হিসেবে আছেন টিউলিপ। গত পার্লামেন্টে দলটির ছায়ামন্ত্রীও ছিলেন তিনি। এর আগে, লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। তখন পার্লামেন্টে তার প্রথম বক্তৃতার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন।

 

ভোরের আকাশ/ সু