দিনাজপুরে আম বোঝাই ট্রাকের সাথে বাসের সংঘর্ষে এক শিশুসহ জন ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সাথে বিপরীতমুখী আম বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও বাসের হেলপার নিহত হন।
স্থানীয়রা আহত ২৮ যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু ও আরোও দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নাবিল পরিবহনের সুপারভাইজার, রাজের বাহাদুর রয়েছে। নিহত অন্য ৩ জনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/ সু