logo
আপডেট : ৫ জুলাই, ২০২৪ ১৬:৫৯
উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম
নড়াইল প্রতিনিধি

উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম

নড়াইলে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে বাছাই কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম প্রমুখ।

 

বাছাই কার্যক্রমে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য জমা দেয়া ৬জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়।

 

প্রার্থীরা হলেন, মো. সাজ্জাদ হোসেন, মো. জাহিদুর রহমান, সৈয়দ তরিকুল ইসলাম, মাসুদুর রহমান গুলু, নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান। এছাড়া মুলিয়া ইউনিয়নের একটি সংরক্ষিত (৭, ৮ ও ৯) মহিলা ওয়ার্ডের ২ জন প্রতিযোগি সুন্দরী বালা বাগচী ও মিতালী বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয় এবং তুলারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২জন প্রার্থী পঞ্চানন বিশ্বাস ও দিবাকর বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/মি