logo
আপডেট : ৯ জুলাই, ২০২৪ ১৪:৩৬
গণপূর্ত বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন
বরগুনা প্রতিনিধি

গণপূর্ত বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ বরগুনায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপূর্ত বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার (৯ জুলাই) বরগুনা গণপূর্ত কম্পাউন্ডে বিভিন্ন জাতের ফলজ গাছ রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম।

বৃক্ষ রোপণকালে নির্বাহী প্রকৌশলী মোল্যা রবিউল ইসলাম বলেন, আমাদের দেশে শতকরা পঁচিশ ভাগ বনাঞ্চল থাকার প্রয়োজন থাকলেও আছে সতেরো ভাগ। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিরাপদ রাখে, আমাদের দৈনন্দিন কাজে গাছের ব্যবহার অপরিহার্য। তা ছাড়া বৃক্ষ আমাদের জলবায়ূর ভারসাম্য রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শ্রদ্ধেয় সচিব মহোদয়ের নির্দেশে গণপূর্ত বিভাগ সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছি।

বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বরগুনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম মিরাজ, ইমরানুল আরাফাত মো. জাকারিয়া আকনসহ গণপূর্ত অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

 

ভোরের আকাশ/ সু